.

শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬

১০টি সহজলভ্য ইউরোপীয় গন্তব্যস্থল - যা আপনাকে আশাবাদী করবে।

১০টি সস্তার ইউরোপীয় ভ্রমণস্থল যা আপনাকে অবশ্যই ভাবাবে

মনে ইউরোপীয় ছুটিতে যাবার বাসনা পোষণ করেন? কিন্তু আপনি খরচ এর বিষয়ে সন্দিগ্ধন। হতাশ, কারণ ইচ্ছে থাকলেও আপনি পকেটের কথা ভেবে পিছিয়ে আসেন। কত অবসর সময়ে আপনি সিনেমার নায়ক নায়িকা দের ন্যায় রোমান্স করতে মনে মনে ইউরোপের সবুজ ঝকঝকে পাহাড়ি পরিবেশে পৌঁছেছেন। প্রাকৃতিক সৌন্দর্যের নিরাময় নিরিবিলি পরিবেশ নিরানন্দে উপভোগ করে বেড়াচ্ছেন। আর স্বপ্ন ভাঙলে বাস্তবের রুক্ষ জমিতে আছাড় খেয়েছেন। আপনি তখন দীর্ঘশাস ফেলে বলেওঠেন - "নাহঃ যদি পকেটটা পারমিট করতো!"

তবে আপনাকে একটু আশার হদিশ দেই ? আপনি শুনলে চমকে উঠবেন ইউরোপের বেশ কিছু শহর আছে যেগুলি আপনার বাজেটের মধ্যে বেশ ভালমতন খাপ খেয়ে যায়। আপনার ইউরোপ গন্তব্য যাতে আপনার পকেট চিমটি না কাটে তা নির্বাচন করার জন্য একটি সুযোগ আপনাকে তবে দেওয়া যাক।

এই প্রবন্ধে আমরা ইউরোপের শীর্ষ এমন ১০টি সুলভ পর্যটক গন্তব্যস্থলগুলির হদিশ দেব যা সাহায্য করতে পারে আপনার দীর্ঘ লালায়িত স্বপ্ন কে সত্যিতে পর্যবসিত করার। তা এমন-ই যে আপনি আপনার পরের ট্রিপ এর জন্য এক লাফে প্রস্তুতি শুরু করে দিতে পারেন।

গন্তব্যস্থল গুলি হলো যথাক্রমে:

(১) কিয়েভ, ইউক্রেন


একে ইউরোপের চিপেস্ট ক্যাপিটাল বলা হয়। এখানে থাকার হোটেল, খাওয়া, ঘোরাফেরা ইত্যাদির খরচ ইউরোপের অন্যান্য শহরের থেকে নামমাত্র। বর্তমানে একটু রাজনৈতিক ডামাডোল চললেও আপনার কোনো অসুবিধে নেই।

২) বুখারেস্ট, রোমানিয়া


এখানেও থাকা, খাওয়া, ঘোরাফেরা ইউরোপের অন্যান্য শহরের থেকে সস্তা। প্রধান আকর্ষণসমূহ আপনার পকেট কে সামান্যও ছিদ্র করতে পারবেনা যে আপনি দু-চার দিন অতিরিক্ত থেকেও যেতেপারেন সস্তার বহরে।


৩) সোফিয়া, বুলগেরিয়া


একই কথা সোফিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। ইউরোপীয়দের গন্তব্যস্থল না হলেও এখানে আপনি সস্তায় লাক্সারি করতে পারেন। পাবলিক ট্রান্সপোর্ট যথেষ্ট আপনার ভ্রমণের পক্ষে। তবে, "free Sofia walking tour" আপনার প্রথম দিনের অভিযোজন হওয়া বাঞ্চনীয়। আর হ্যাঁ! হাঁটতে না চাইলে আপনি বাইসাইকেলও নিতে পারেন।

(৪) ক্রাকোউ, পোল্যান্ড


এই শহরটি প্রাগ এর মতন সুন্দর না হলেও নিরিবিলিতে সময় কাটাবার আদর্শ।এখানে ৩-৪ ষ্টার হোটেল আপনি দামদর করে সস্তায় পেয়েযাবেন। আর এতো সস্তা যে আপনি মিউজিয়াম গুলি বাইরে থেকে না দেখে ভেতর থেকে অনায়াসে দেখতে পারেন।

(৫) বেলগ্রেড, সার্বিয়া


এখানে থাকা, খাওয়াদাওয়া ইউরোপীয় মূল্যমানের থেকে সস্তা। অফসিসন-এ তো কল্পনার বাইরের ভাড়ায় পেয়েযাবেন। আকর্ষণীয়স্থল গুলি ভীষণ সস্তা। এখানকার নিশিযাপন এতই আকর্ষণীয় যে সপ্তাহান্তে ভীড় লেগে থাকে।

(৬) ওয়ারশ, পোল্যান্ড


ওয়ারশ একটি সুন্দর শহর যা পর্যটকদের জন্য খুবই সহজ সরল এবং বন্ধুত্বপূর্ণ।

(৭) সারায়েভো, বসনিয়া ও হার্জেগোভিনা


এই শহরটিও ইউরোপের অন্যান্য শহরের থেকে সস্তা। সমস্যা বলতে একটাই, এখানকার লোকেরা ইংরেজি বলতে পারেনা। কিন্তু ভীষণ বন্ধুত্বপূর্ণ।

(৮) বুদাপেস্ট, হাঙ্গেরি


শহরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পর্যটক আকর্ষণ স্থলের অনেকগুলিই হয় বিনামূল্যে বা খুব সস্তা। তাই বাজেট কুলিয়ে যাওয়া সবকিছুর জন্য বাহ্ কোথায় এসেছি অনুভব করতে সক্ষম হবেন। স্থানীয় খাবার খুবই সস্তা কিন্তু ভারী। পেটুক বাঙালির একবার চেখে দেখলে মন্দ হয়না। কি বলেন?

(৯) সেস্কি কুমলভ, চেক প্রজাতন্ত্র


শহরটি প্রাগ এর পর দ্বিতীয় জনবহুল। এটা প্রাগ, সালজবার্গ, বা ভিয়েনা থেকে মাত্র ৩ ঘন্টা দূরে অবস্থিত এবং এটি ইউরোপের সেরা মানের শহরগুলোর অন্যতম একটি কিন্তু তুলনামূলক সস্তা। দুই বা তিন দিন এখানে ব্যয় করলে আপনি এটা সম্পর্কে বেশ সম্যক ধারণা নিয়ে ফিরবেন।

(১০) সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া


রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় পর্যটন নগরী। ঐতিহাসিক স্থাপত্য ও পুরাতন সৃষ্টি শিল্পের বৈশিষ্ট সম্পন্য। এখানে বিভিন্ন্য মানের (মূল্যের) হোটেল পেয়েযাবেন। বাজেট ভ্রমণকারীদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান।

তবে আর কি? শুরু করে দিন প্রস্তুতি। বেরিয়ে পড়ুন তবে তাড়িয়ে উপভোগ করতে ইউরোপের মনোরম সৌন্দর্য্য।

শুভস্য শীঘ্রম!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Author